ইরানের হুঁশিয়ারি: যুক্তরাষ্ট্রের ওপর মধ্যপ্রাচ্যে হামলার প্রস্তুতি
ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৬:৫১ অপরাহ্ণ

ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করার দাবি জানানো হয়েছে। এর পরই ইরানি কর্মকর্তারা মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলার হুমকি দিয়েছেন। ইরানের সশস্ত্র বাহিনীর নতুন প্রধান আবদোল রহিম মোসাভি এক বিবৃতিতে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র অপরাধ করেছে এবং ইসরায়েল নামের অবৈধ ও আগ্রাসী সন্তানের শাস্তি ছাড়া কোনো বিকল্প নেই। তিনি আরও বলেছেন, ইসলামের যোদ্ধারা এখন যুক্তরাষ্ট্রের স্বার্থ ও সেনাবাহিনীর বিরুদ্ধে যেকোনো পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত এবং তারা কখনোই পিছপা হবে না। এই হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনাময় পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
আপনার মতামত লিখুন