ইরান হামলা চালিয়েছে ইরাক ও কাতারের মার্কিন ঘাঁটিতে

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৬:৫৪ অপরাহ্ণ
ইরান হামলা চালিয়েছে ইরাক ও কাতারের মার্কিন ঘাঁটিতে

সোমবার (২৩ জুন) সন্ধ্যা ৮টায় ইরানের পক্ষ থেকে ইরাকের মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এই হামলার খবর নিশ্চিত করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সাথে সংযুক্ত আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি।

তাসনিম জানিয়েছে, ‘বিশারাত ফাতেহ’ এবং ‘ইয়া আবা আবদুল্লাহ’ নামে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এসব হামলায় একাধিক ওয়ারহেড বহনে সক্ষম ‘খাইবার’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যা প্রথমবারের মতো কোনো হামলায় eingesetzt হয়েছে। পাশাপাশি আধুনিক ড্রোনও হামলায় ব্যবহৃত হয়েছে।

অন্যদিকে, কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতেও হামলার খবর পাওয়া গেছে। ইসরায়েলি এক কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস নিউজ জানিয়েছে, দোহায় মার্কিন ঘাঁটিতে অন্তত ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির অ্যারাবিক নিউজও এই হামলার খবর প্রকাশ করেছে।

এই হামলা মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে, যেখানে ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত এবং যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপগুলি চলেছে।