ইসরায়েলি হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ১০ সদস্য নিহত

ইসরায়েলি হামলায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমপক্ষে ১০ সদস্য নিহত ও আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। রোববার (২২ জুন) দেশটির ইয়াজদ প্রদেশে এ হতাহতের ঘটনা ঘটে। ইরানি সংবাদ সংস্থা তাসনিমের বরাতে সংবাদমাধ্যম আল-জাজিরা এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, আইআরজিসির বেশ কয়েকজন কর্মী আহত হলেও তাদের সঠিক সংখ্যার কথা জানা যায়নি।
ইসরায়েল বলছে, গত ১৩ জুন থেকে শুরু করা হামলায় ইরানের দুই ডজন সামরিক কমান্ডার ও পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। শনিবার রাতে যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। পরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই সফল হামলার ঘোষণা দেন। ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান তিনটি পারমাণবিক স্থাপনা লক্ষ্য ছিল।
ইরান এই হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং নিউক্লিয়ার নন-প্রলিফেরেশন চুক্তি (এনপিটি) বিরুদ্ধ হিসেবে নিন্দা জানিয়েছে এবং এটিকে জঘন্য কাজ হিসেবে আখ্যায়িত করেছে।
আপনার মতামত লিখুন