উপদেষ্টা পরিষদ অনুমোদন দিলো ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার জাতীয় বাজেট

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৭:১১ অপরাহ্ণ
উপদেষ্টা পরিষদ অনুমোদন দিলো ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার জাতীয় বাজেট

আগামী অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার জাতীয় বাজেট অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। রোববার (২২ জুন) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই বাজেট প্রস্তাব চূড়ান্ত হয়। এবারের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়নি।

গত ২ জুন টেলিভিশনে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বাজেট উপস্থাপন করেন। চলতি অর্থবছরের তুলনায় বাজেট আকার ৭ হাজার কোটি টাকা কমিয়ে ধরা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। এনবিআরকে আদায়ের লক্ষ্য দেওয়া হয়েছে ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা। বাজেট ঘাটতি ধরা হয়েছে জিডিপির ৩.৬ শতাংশ।

নতুন বাজেটের মাধ্যমে অন্তর্বর্তী সরকার সাড়ে ৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তবে বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ বাদ পড়ায় নানা মহলের সমালোচনা রয়েছে। উপদেষ্টা পরিষদ চলতি অর্থবছরের সম্পূরক বাজেটেরও অনুমোদন দেবে।