এইচএসসি পরীক্ষা চলাকালে কেন্দ্রের ২০০ গজের মধ্যে প্রবেশে নিষেধাজ্ঞা

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৭:২৪ অপরাহ্ণ
এইচএসসি পরীক্ষা চলাকালে কেন্দ্রের ২০০ গজের মধ্যে প্রবেশে নিষেধাজ্ঞা

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষাকে ঘিরে কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া অন্যদের প্রবেশ নিষিদ্ধ করেছে। সোমবার (২৩ জুন) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের এইচএসসি, এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিএম/বিএমটি), ডিপ্লোমা ইন কমার্স ও আলিম পরীক্ষা আগামী ২৬ জুন থেকে ঢাকা মহানগরীর বিভিন্ন কেন্দ্র অনুষ্ঠিত হবে। পরীক্ষাগুলো সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/১৯৭৬) এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে পরীক্ষাকেন্দ্রগুলোর চারপাশে ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী এবং পরীক্ষা সংশ্লিষ্ট ব্যতীত অন্য সকলের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এই আদেশ ২৬ জুন থেকে শুরু হয়ে প্রতিদিন পরীক্ষার চলাকালীন সময় পর্যন্ত কার্যকর থাকবে। পরীক্ষার পরিবেশ নির্বিঘ্ন রাখতে এবং অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সবাইকে এই নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে ডিএমপি।