ঐকমত্য প্রক্রিয়ায় ‘কিয়ামত পর্যন্ত’ একমত হওয়া সম্ভব নয়: নুরুল হক নুর

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৬:২৮ অপরাহ্ণ
ঐকমত্য প্রক্রিয়ায় ‘কিয়ামত পর্যন্ত’ একমত হওয়া সম্ভব নয়: নুরুল হক নুর

জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় শতভাগ ঐকমত্য কখনোই সম্ভব নয় বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, “জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে ঐকমত্যের বিষয়ে যেভাবে আলোচনা চলছে, তাতে কিয়ামত পর্যন্তও শতভাগ ঐকমত্য হবে না।”

রোববার ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় পর্যায়ের আলোচনা চলাকালে বিরতির সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

নুরুল হক নুর জানান, গত তিন দিন ধরেই মূল বিষয়গুলো অমীমাংসিত রয়ে গেছে। ঐকমত্যের স্বার্থে অনেক প্রস্তাব থেকে তারা সরে এলেও কিছু দল নিজেদের অবস্থানে একেবারেই অনড়। তিনি বলেন, “২ থেকে ৩টি দল তাদের পার্টির কনফারমেশন নিতে হচ্ছে, দল থেকে ক্লিয়ারেন্স নিতে হচ্ছে। যদি এভাবে চলতে থাকে, কিয়ামত পর্যন্ত কোনো ঐক্যের সম্ভাবনা দেখি না।”

গণ অধিকার পরিষদের সভাপতির মতে, শতভাগ ঐকমত্যের কোনো বাস্তবতা নেই। তাই আলোচনা কতদূর গেলে তাকে ‘ঐকমত্য’ বলা হবে, কিংবা কতগুলো দলের একমত হওয়া দরকার—সেই মাপকাঠি নির্ধারণ করে দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, “আমরা ঐকমত্য কমিশনকে বলেছি, আপনারা এখানে রেফারির ভূমিকায় আছেন। সবার আলাপ-আলোচনা শুনে আপনাদের একটা সিদ্ধান্তে পৌঁছাতে হবে।”