গাজীপুরে দস্যুতা, মাদক ও ছিনতাইয়ের ঘটনায় ৭ জন গ্রেফতার

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৬:০৬ অপরাহ্ণ
গাজীপুরে দস্যুতা, মাদক ও ছিনতাইয়ের ঘটনায় ৭ জন গ্রেফতার

গাজীপুর মহানগরীর পূবাইল থানা পুলিশ পৃথক অভিযানে দস্যুতা, মাদক, ডাকাতি প্রস্তুতি এবং ছিনতাইয়ের ঘটনায় মোট ৭ জনকে গ্রেফতার করেছে। ২৪ জুন তথ্যপ্রযুক্তির সহায়তায় কুমিল্লা ও গাজীপুরে অভিযান চালিয়ে দস্যুতা মামলার পলাতক দুই আসামি আফসার হোসেন বাবু ও আব্দুর রহিম রানাকে আটক করা হয়। একই রাতে নাগদা ব্রিজ এলাকা থেকে ৩০ পিস ইয়াবাসহ জামাল পাঠান নামে একজনকে আটক করা হয়।

শুকুন্দিরবাগ এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্রসহ সাব্বির হোসেন রনি, মো. শাহাদাত হোসেন হৃদয় ও সোহেলকে গ্রেফতার করা হয়। অন্যদিকে, মেঘডুবি এলাকায় ছিনতাইয়ের সময় স্থানীয়দের সহায়তায় সোহেল মিয়া (২২) কে হাতেনাতে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আরও একটি ছিনতাইয়ের অভিযোগ রয়েছে।

পূবাইল থানার অফিসার ইনচার্জ ওসি আমিরুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।