চাকরিচ্যুত বিডিআর সদস্যদের শাহবাগ মোড় অবরোধ, ৩ দফা দাবি

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৭:২০ অপরাহ্ণ
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের শাহবাগ মোড় অবরোধ, ৩ দফা দাবি

চাকরিচ্যুত ও ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যরা সোমবার (২৩ জুন) দুপুর ১টা ১০ মিনিটে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন। তারা শহীদ মিনার থেকে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে শাহবাগে এসে অবস্থান নেন। শাহবাগ থানার সামনে পুলিশের ব্যারিকেড ভেঙে তারা অবস্থান নিলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

তাদের উত্থাপিত প্রধান তিন দফা দাবি হলো—

১. পিলখানা সহ সারাদেশের বিডিআর ইউনিটে বিশেষ আদালত ও মহাপরিচালক ও অধিনায়কের সামারি কোর্টের মাধ্যমে চাকরিচ্যুত ও ক্ষতিগ্রস্ত (৭৬ ব্যাচসহ) সকল বিডিআর সদস্যদের পুনর্বহাল এবং রাষ্ট্রীয় সুযোগ-সুবিধাসহ পূর্ণ ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।

২. পিলখানা হত্যাকাণ্ডে গঠিত শর্তযুক্ত তদন্ত কমিশনকে পূর্ণাঙ্গ ও স্বাধীন তদন্ত কমিশনে রূপান্তর করতে হবে। এর কার্যকারিতা বাধাগ্রস্তকারী বিধিনিষেধ, বিশেষ করে ‘ব্যতীত’ শব্দ ও কার্যপরিধি ২(ঙ) ধারাটি বাতিল করতে হবে। কমিশনকে স্বাধীনভাবে তদন্ত পরিচালনা করে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। মিথ্যা সাক্ষ্যের কারণে দীর্ঘ প্রায় ১৬ বছর ধরে কারাবন্দি থাকা নিরপরাধ বিডিআর সদস্যদের অবিলম্বে মুক্তি দিতে হবে।

৩. ২০০৯ সালের পিলখানা ঘটনার পর অন্যায়ভাবে চাকরিচ্যুত ও ক্ষতিগ্রস্ত ন্যায়পরায়ণ ও দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদের পুনর্বাসন করতে হবে। এছাড়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের গৌরবোজ্জ্বল ইতিহাস ধারণকারী ‘বাংলাদেশ রাইফেলস’ বা ‘বিডিআর’ নামটি পুনঃস্থাপন করতে হবে।