চুয়াডাঙ্গায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ফল মেলা–২০২৫

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৬:০০ অপরাহ্ণ
চুয়াডাঙ্গায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ফল মেলা–২০২৫

দেশীয় ফলের প্রচার ও প্রসারে চুয়াডাঙ্গায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ফল মেলা–২০২৫’। মঙ্গলবার (২৪ জুন) সকালে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয় সংলগ্ন মাঠে মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়।

‘দেশি ফল বেশি খাই—আসুন ফলের গাছ লাগাই’ এই প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এ মেলায় জেলার ছয়জন উদ্যোক্তা ও ফলচাষি তাদের উৎপাদিত দেশি ফলের সম্ভার নিয়ে অংশ নিয়েছেন। মেলায় চুয়াডাঙ্গার খ্যাতনামা আম ও লিচুর পাশাপাশি ছিল ড্রাগন ফল, জাম, পেঁপে, আমড়া, নারিকেলসহ বিভিন্ন মৌসুমি ফল। প্রতিটি স্টল ঘিরে দর্শনার্থী ও ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

মেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা উপপরিচালক মো. মাসুদুর রহমান সরকার। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা শিরিন বিনতে আজিজ, আলমডাঙ্গা উপজেলার রেহেনা পারভীন, দামুড়হুদার শিরিন শারমিন, এসিল্যান্ড এ এস এম আসিস মোমতাজ, ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল নাঈমসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও কৃষক নেতৃবৃন্দ।

আয়োজকদের মতে, মেলার উদ্দেশ্য হলো দেশি ফলের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষকদের বাজারজাতকরণে উৎসাহ দেওয়া এবং জনসাধারণের মাঝে ফলভিত্তিক চাষাবাদের গুরুত্ব তুলে ধরা।

মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তারা জানিয়েছেন, স্থানীয়ভাবে উৎপাদিত ফলের প্রতি ভোক্তাদের আগ্রহ দিন দিন বাড়ছে। তাদের আশা, এমন আয়োজন নিয়মিত হলে কৃষি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

চুয়াডাঙ্গাবাসী এবং আশপাশের এলাকার লোকজন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ মেলায় ঘুরে দেখতে পারবেন দেশীয় ফলের বিভিন্ন আয়োজন।