জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিন হজ পালনের পর দেশে ফিরেছেন
ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৬:১৯ অপরাহ্ণ

জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সভাপতি ও কৃষিবিদ হাসান জাফির তুহিন পবিত্র হজ পালন শেষে ১৮ জুন, বুধবার সৌদি আরব থেকে দেশে ফিরে এসেছেন। ঢাকায় পৌঁছানোর পর তাকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও এম-ট্যাব কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব দবির উদ্দিন খান তুষার এবং জনস্বার্থ ফাউন্ডেশনের সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডি এম সাকলায়েন।
সৌজন্য সাক্ষাতে দবির উদ্দিন খান তুষার কৃষিবিদ তুহিনের সুস্থতা কামনা করেন এবং হজ পালনের পর নিরাপদে দেশে ফিরে আসায় তাকে স্বাগত জানান। দলের নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন যে, পবিত্র হজের শিক্ষা ও অনুপ্রেরণায় কৃষিবিদ তুহিন আগামীতে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং কৃষকের অধিকার রক্ষায় আরও দৃঢ় ও বলিষ্ঠ ভূমিকা পালন করবেন।
আপনার মতামত লিখুন