জাতীয় নাগরিক পার্টির নতুন দল নিবন্ধনের আবেদন জমা, ‘শাপলা’ প্রতীক চাওয়ার কথা

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৬:২৬ অপরাহ্ণ
জাতীয় নাগরিক পার্টির নতুন দল নিবন্ধনের আবেদন জমা, ‘শাপলা’ প্রতীক চাওয়ার কথা

নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের (ইসি) কাছে আবেদনের শেষ দিন রোববার (২২ জুন) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের আবেদনপত্র সময়মতো জমা দিয়েছে। আবেদন শেষে নেতারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

পার্টির সদস্য সচিব আখতার হোসেন জানান, নিবন্ধনের জন্য প্রয়োজনীয় সব কার্যক্রম সম্পন্ন করে পূর্ণাঙ্গ আবেদন ফর্ম ইসিতে জমা দিয়েছে এনসিপি। তারা ‘শাপলা’ প্রতীকে নিবন্ধন চেয়েছে, যা তাদের প্রধান পছন্দ।

মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, শাপলার পাশাপাশি তারা ‘কলম’ ও ‘মোবাইল’ প্রতীকের জন্য আবেদন করেছে। স্থানীয় জনগণের মতামত নিয়ে দেখা গেছে অধিকাংশই ‘শাপলা’ প্রতীকের পক্ষে, তাই দলও সেটাকেই চায়। তিনি বলেন, সংস্কার কমিশনের প্রস্তাবিত ৪০০ আসনের মধ্যে ৩০০ আসন এনসিপির হবে এবং দল সব চ্যালেঞ্জ অতিক্রম করে এগিয়ে যাবে।

আবেদন দেরির কারণ নিয়ে তিনি বলেন, বিভিন্ন জায়গায় অফিস নেওয়ার সময় বাধার সম্মুখীন হয়েছে দল। অন্য দলগুলো ছলচাতুরী করে তাদের কর্মীদের এনসিপির ভেতরে ঢোকানোর পর পদত্যাগ করিয়েছে।

নাসীরুদ্দীন পাটওয়ারী আশাবাদ ব্যক্ত করে বলেন, জাতীয় নির্বাচনে দেশের মানুষ ‘শাপলা’ প্রতীকে ভোট দিয়ে জয়জয়কার করবে এবং এনসিপি আগামী সরকার গঠন করবে।