জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী হাসপাতালে ভর্তি

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৬:১৩ অপরাহ্ণ
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী হাসপাতালে ভর্তি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। শনিবার এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারীর একটি ছবি তার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে সবার কাছে দোয়া চান।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আমাদের প্রিয় সহযোদ্ধা নাসীরুদ্দীন পাটওয়ারী অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন। ফ্যাসিবাদ ও আধিপত্যবিরোধী সংগ্রামে নাসীরের ভূমিকা সব সময়ই ছিল সাহস ও নেতৃত্বের প্রতীক।’ তিনি আরও বলেন, ‘এই কঠিন সময়ে আমরা সবাই তার পাশে আছি এবং আপনাদের সবার কাছে তার দ্রুত আরোগ্য কামনায় আন্তরিক দোয়ার আবেদন জানাচ্ছি। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন।’