জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিবন্ধনের জন্য আজ নির্বাচন কমিশনে আবেদন দেবে

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৬:১৮ অপরাহ্ণ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিবন্ধনের জন্য আজ নির্বাচন কমিশনে আবেদন দেবে

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ রোববার (২২ জুন) বিকেল ৩টায় নির্বাচন কমিশনে (ইসি) দল নিবন্ধনের জন্য আবেদন জমা দেবে। এ তথ্য জানান এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আজ ইসির আবেদন গ্রহণের শেষ দিন। গত ২৮ ফেব্রুয়ারি গঠন হওয়া এনসিপি এখনও আবেদন করতে পারেনি, যা নিয়ে কিছু রাজনৈতিক দলের মধ্যে প্রশ্ন উঠেছিল। তবে এনসিপি জানান, দল গঠনের প্রাথমিক কাজ, জেলা-উপজেলা কমিটি গঠন, অফিস প্রতিষ্ঠা ও সদস্য ফরম সংগ্রহের জন্য যথেষ্ট সময় লেগেছে। সব প্রক্রিয়া শেষ করে আজ তারা নিবন্ধনের আবেদন দেবে।

দলের সদস্য সচিব আখতার হোসেন জানান, নির্বাচনী শর্তাবলী পুরোপুরি পূরণ করা হয়েছে এবং নিবন্ধনের জন্য প্রস্তুত। তিনি বলেন, “আমরা আশাবাদী শর্ত পূরণে সফল হয়েছি এবং আবেদন জমা দিয়ে সঠিক সময়ে নিবন্ধন সম্পন্ন করব।”

নির্বাচনী প্রতীকের ব্যাপারে আখতার হোসেন জানান, দলের পক্ষে ৫ থেকে ৬টি প্রতীক নির্ধারণ করা হয়েছে। আবেদন জমা দেওয়ার পর গণমাধ্যমে এসব প্রতীকের তথ্য প্রকাশ করা হবে।