জীবদশায় সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকার প্রস্তাব দিয়েছে জামায়াতে ইসলামি

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৬:২৫ অপরাহ্ণ
জীবদশায় সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকার প্রস্তাব দিয়েছে জামায়াতে ইসলামি

জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে বাংলাদেশ জামায়াতে ইসলামী জীবদশায় একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন—এমন একটি প্রস্তাব উত্থাপন করেছে। দলের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের রোববার (২২ জুন) এই তথ্য জানান।

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের পঞ্চম দিনের সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, তিনি প্রস্তাব দিয়েছেন যেন একজন ব্যক্তি জীবদশায় ১০ বছরের বেশি সময় প্রধানমন্ত্রী পদে না থাকতে পারেন। তিনি মনে করেন, এ ধরনের সিদ্ধান্ত ভবিষ্যৎ রাজনীতির জন্য ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে। এই প্রস্তাবে তিনটি দল ব্যতীত বাকিরা একমত হয়েছে।

তাহের বলেন, যতবার প্রধানমন্ত্রী হওয়া হোক না কেন, জীবদশায় তার মেয়াদ ১০ বছরের বেশি হওয়া উচিত নয়। বাংলাদেশে সাধারণত দুই পূর্ণ মেয়াদে ১০ বছর হয়ে থাকে, তাই সেটাকেই গ্রহণযোগ্য সময়সীমা হিসেবে ধরা যেতে পারে।

এর আগে, রোববার বেলা সাড়ে ১১টার দিকে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের পঞ্চম দিনের সংলাপ শুরু হয়, যেখানে ৩৩টি রাজনৈতিক দলের প্রতিনিধি অংশগ্রহণ করেন। সংলাপে প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণ ছাড়াও রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, সাংবিধানিক পদে নিয়োগে সাংবিধানিক কমিশনের ভূমিকা, সরাসরি নির্বাচন, নারীর প্রতিনিধিত্বসহ বিভিন্ন কাঠামোগত সংস্কারের বিষয়েও আলোচনা হয়েছে।

জাতীয় ঐকমত্য কমিশন গত ২০ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত প্রথম ধাপে ৩৩টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে ৪৫টি সংলাপ করেছে। এরপর ২ মে থেকে দ্বিতীয় ধাপের সংলাপ শুরু হয়, যার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ও কমিশনের সভাপতি ড. মুহাম্মদ ইউনূস।