দক্ষিণ ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ৪ জন নিহত

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৬:৫৭ অপরাহ্ণ
দক্ষিণ ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ৪ জন নিহত

দক্ষিণ ইসরায়েলের বিয়ার শেভা শহরের একটি আবাসিক ভবনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ফলে কমপক্ষে চার জন নিহত হয়েছেন। প্রথমে তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেলেও পরে একজনের মৃত্যু আরও নিশ্চিত হয়ে মোট নিহতের সংখ্যা চারতে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন প্রায় ৪০ বছর বয়সী একজন পুরুষ, ৩০ বছর বয়সী এক নারী এবং প্রায় ২০ বছর বয়সী আরেক পুরুষ। অপর একজনের বয়স এখনও নিশ্চিত হয়নি।

ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডমের (এমডিএ) এক মুখপাত্র জানান, হামলার এলাকায় ছয়জন আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। হামলার স্থান থেকে কালো ধোঁয়া উঠে আসছে এবং একাধিক ভবনে ব্যাপক ধ্বংসের চিত্র দেখা গেছে। একজন নিহত বাইরে অচেতন অবস্থায় পাওয়া গেছে, আর দুইজন ভবনের ভেতর।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে নতুন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, যা শনাক্ত ও প্রতিহত করার কাজ চলছে। নাগরিকদের নিরাপদ স্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ঘটনার পটভূমিতে উল্লেখযোগ্য, গত ১৩ জুন ইসরায়েল ‘অপারেশন রাইজিং লায়ন’ নামে অভিযানের মাধ্যমে ইরানের বিভিন্ন সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এতে ইরানের বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানীসহ প্রায় ৫০০ জন নিহত হয়েছেন। পাল্টা প্রতিশোধ হিসেবে ইরান ‘অপারেশন ট্রু প্রমিস-৩’ নামের অভিযানে ইসরায়েলের লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার ফলে ইসরায়েলে ক্ষয়ক্ষতি হয়েছে যদিও হতাহতের সংখ্যা কম।

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রও ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এর জবাবে তেহরান কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে হামলা চালায়। এরপর যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইসরায়েল ও ইরান ‘সম্পূর্ণ ও সর্বাত্মক’ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, যদিও এই দাবি তেহরান টাইমস ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি উড়িয়ে দিয়েছেন। আরাঘচি জানিয়েছেন, এখনো কোনো যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের চুক্তি হয়নি।