নওগাঁয়ে সার্বজনীন পেনশন মেলা ও কর্মশালা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৬:০৪ অপরাহ্ণ
নওগাঁয়ে সার্বজনীন পেনশন মেলা ও কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁয় জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদ চত্বরে সার্বজনীন পেনশন মেলার আয়োজন করা হয়। মঙ্গলবার (২৪ জুন) মেলার উদ্বোধন করেন রাজশাহীর বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ।

এরপর দুপুর ১টায় উপজেলা পরিষদ হলরুমে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়, যার সভাপতিত্ব করেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। কর্মশালায় অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মর্জিনা আক্তার, নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফারজানা হোসেনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তারা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, সার্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ করলে ভবিষ্যৎ সুরক্ষিত হবে এবং সরকার এখন মানুষের একমাত্র আস্থার জায়গা। সরকারি ব্যাংকে জমা রাখা অর্থ নিরাপদ, এবং পেনশন স্কিমে যুক্ত হলে সব শ্রেণি-পেশার মানুষই উপকৃত হবেন।

বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ বলেন, “সমবায় সমিতিতে অর্থ রাখলে নিশ্চয়তা নেই, অথচ সরকারি পেনশন স্কিমে টাকা রাখলে ভবিষ্যৎ নিরাপদ। এ স্কিমে জনগণকে আগ্রহী করতে হবে।”