নয় বছর পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশি হাইকমিশনারের

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৭:২৫ অপরাহ্ণ
নয় বছর পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশি হাইকমিশনারের

ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (২৩ জুন) পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনের সদর দপ্তর নবান্নে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

উষ্ণ ও আন্তরিক পরিবেশে আয়োজিত এই সাক্ষাতে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে বাংলাদেশের জনগণের ঐতিহ্যগত সম্পর্ক আরও সুদৃঢ় করার আশা প্রকাশ করেন। তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছাও জানান।

মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মানুষের মধ্যে যে চিরায়ত ভাষাগত, সাংস্কৃতিক ও অভিন্ন মূল্যবোধনির্ভর আত্মিক সম্পর্ক রয়েছে, তা কোনো অর্থনৈতিক বা বাণিজ্যিক স্বার্থের ঊর্ধ্বে। তিনি বাংলাদেশের সঙ্গে ভবিষ্যতেও যোগাযোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর ঢাকা-দিল্লি সম্পর্কে টানাপোড়েন চলমান রয়েছে। এই প্রেক্ষাপটে দিল্লিতে নতুন দায়িত্ব নেওয়ার দেড় মাসের মধ্যেই গত ২৯ মে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে নিজের পরিচয়পত্র পেশ করেন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। আর তার এক মাসেরও কম সময়ের ব্যবধানে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন।

উল্লেখযোগ্যভাবে, তার আগে দিল্লিতে দায়িত্ব পালনকালে দুই বাংলাদেশি হাইকমিশনার মুহাম্মদ ইমরান ও মোস্তাফিজুর রহমান মুখ্যমন্ত্রী মমতার সাক্ষাৎ চাইলেও তা পাননি। সেই দিক থেকে প্রায় নয় বছর পর কোনো বাংলাদেশি হাইকমিশনার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ পেলেন।