নির্বাচন কমিশন বদলি করল ছয় কর্মকর্তাকে

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৭:১৫ অপরাহ্ণ
নির্বাচন কমিশন বদলি করল ছয় কর্মকর্তাকে

নির্বাচন কমিশন (ইসি) আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, পরিচালক ও উপসচিব পদে ছয় কর্মকর্তার বদলি করেছে। এসব কর্মকর্তাদের আগামী ৭ জুলাইয়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (২২ জুন) ইসির সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে বদলির বিষয়টি জানানো হয়।

বদলির মধ্যে নির্বাচনের উপসচিব মো. ফরিদুল ইসলামকে রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হিসেবে এবং রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলামকে রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একইভাবে, রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনকে নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের প্রশাসন ও অর্থ শাখার পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামানকে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক পদে বদলি করা হয়। এছাড়া নির্বাচন কমিশনের উপসচিব মো. হুমায়ুন কবিরকে বাজেট শাখায় এবং বাজেট শাখার উপসচিব মোহাম্মদ হাবিবুর রহমানকে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের প্রশাসন ও অর্থ শাখার পরিচালক পদে বদলি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ৭ জুলাইয়ের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। না হলে ৮ জুলাই থেকে তাদের অবমুক্তি কার্যকর হবে। এ আদেশ জনস্বার্থে জারি করা হয়েছে।