পাকিস্তানের প্রধানমন্ত্রী ডেকে দিয়েছেন জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক, যুক্তরাষ্ট্রের ইরান হামলার পর

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৬:৫২ অপরাহ্ণ
পাকিস্তানের প্রধানমন্ত্রী ডেকে দিয়েছেন জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক, যুক্তরাষ্ট্রের ইরান হামলার পর

মার্কিন যুক্তরাষ্ট্রের ইরানের প্রধান পারমাণবিক স্থাপনাগুলোতে বাঙ্কার-বিধ্বংসী শক্তিশালী বোমা হামলার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক ডেকেছেন। রোববার ইসলামাবাদ থেকে জানানো হয়েছে, তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই হামলার কঠোর নিন্দা জানিয়েছে এবং এটিকে ‘ইরানের বিরুদ্ধে ধারাবাহিক আগ্রাসন’ হিসেবে অভিহিত করেছে।

এই হামলার পর শাহবাজ শরীফ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ানের সঙ্গে ফোনে যোগাযোগ করেন এবং পাকিস্তানের পূর্ণ সংহতি ও সমর্থন ব্যক্ত করেন।

এর আগে ২১ জুন রাতে, ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান—এই তিনটি প্রধান পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালায়। হামলায় পারমাণবিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হলেও প্রাণহানির খবর পাওয়া যায়নি।

উল্লেখযোগ্য, ১৩ জুন রাতে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই ইসরায়েল ‘অপারেশন রাইজিং লায়ন’ নামে একটি অভিযান চালিয়ে ইরানের তেহরানসহ বিভিন্ন সামরিক ও গবেষণা কেন্দ্র ও আবাসিক এলাকায় হামলা চালায়। এতে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান কমান্ডার হোসেইন সালামিসহ অনেক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, দশজন পরমাণু বিজ্ঞানী এবং পাঁচ শতাধিক মানুষ নিহত হয়েছেন।

ইসরায়েলের এই হামলার প্রতিশোধ হিসেবে ইরান ‘অপারেশন ট্রু প্রমিস-৩’ নামে একটি অভিযান শুরু করে। তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উন্নত আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে ভেদ করে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুকে আঘাত করছে। যদিও এতে হতাহতের সংখ্যা কম, তবুও ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।