বগুড়ার শাজাহানপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ সহায়তা বিতরণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে পুনর্বাসন সহায়তা হিসেবে ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করেছেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা। মঙ্গলবার (২৪ জুন) দুপুর ১২টায় শাজাহানপুর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সহায়তা বিতরণ করা হয়।
জেলা প্রশাসক হোসনা আফরোজা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ঢেউটিন ও চেক হস্তান্তর করেন। একইসঙ্গে তিনি শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন এবং আগত সেবাগ্রহীতাদের জন্য নির্মিত বিশ্রামাগার ‘সেবা কুঞ্জ’ উদ্বোধন করেন।
জেলা প্রশাসক বলেন, “সরকার ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনের জন্য নানাবিধ পদক্ষেপ নিয়েছে। আশা করি এই সহায়তা আপনাদের ঘুরে দাঁড়াতে সহায়ক হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাইফুর রহমান এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুজ্জামান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোতারব হোসেন, প্রকৌশলী রাশেদ হাসান, মৎস্য কর্মকর্তা মো. রাশেদ হাসান, কৃষি কর্মকর্তা আমিনা খাতুন, সমাজসেবা কর্মকর্তা আরিফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান এবং আইসিটি কর্মকর্তা মোস্তাফিজুর রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা।
জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে অগ্নিকাণ্ডসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনের লক্ষ্যে এই সহায়তা প্রদান করা হয়েছে। পাশাপাশি, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের সহায়তায় হুইলচেয়ার বিতরণ এবং সেবা গ্রহণে জনসাধারণের জন্য ‘সেবা কুঞ্জ’ চালু করা হয়।
আপনার মতামত লিখুন