বাবুগঞ্জে ৯০০ কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধান ও সার বিতরণ

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৬:০৩ অপরাহ্ণ
বাবুগঞ্জে ৯০০ কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধান ও সার বিতরণ

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে আমন ধানের বীজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৯০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ধান ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার খানপুরা কৃষি অফিসে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আহমেদ। সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নূরুল ইসলাম।

কৃষি কর্মকর্তা আব্দুর রউফ বলেন, “ধান আমাদের প্রধান খাদ্য, এবং ধান উৎপাদনে বাংলাদেশ আজ স্বয়ংসম্পূর্ণ। আমন ধান সাধারণত ১৩০-১৪০ দিনের মধ্যে ঘরে তোলা যায়। এ কারণে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৯০০ কৃষকের প্রত্যেককে ৫ কেজি বীজ ধান, ১০ কেজি ইউরিয়া এবং ১০ কেজি টিএসপি সার দেওয়া হচ্ছে।” তিনি আরও জানান, এই ধরনের প্রণোদনা আগের বছরগুলোতেও দেওয়া হয়েছে, যা কৃষকদের আগ্রহ ও উৎপাদনশীলতা বাড়িয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আহমেদ বলেন, “আমার বিশ্বাস, একজন কৃষক সঠিকভাবে আমন ধান চাষ করে বছরে ৫০ মন পর্যন্ত ধান উৎপাদন করতে পারেন। আমি মাঠে গিয়ে কৃষকদের সাথে দেখা করব এবং প্রত্যেকের ধানক্ষেত পরিদর্শন করব।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মো. রহমাতুল্লাহ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল করিম হাওলাদার, বিআরডিবির চেয়ারম্যান মো. আলমগীর হোসেন স্বপন এবং কৃষি উপসহকারী মো. আতিকুর রহমান, মো. রফিকুল ইসলাম ও মো. রিয়াজুল ইসলাম ওমরসহ শতাধিক প্রান্তিক কৃষক।

এই উদ্যোগের ফলে উপজেলার কৃষকরা আরও উৎসাহিত হবেন এবং আমন ধান উৎপাদনে আরও ব্যাপক সাড়া মিলবে বলে আশা করা হচ্ছে।