বিএনপি ক্ষমতায় এলে শিক্ষা ও গবেষণায় অবহেলা হবে না

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৬:২২ অপরাহ্ণ
বিএনপি ক্ষমতায় এলে শিক্ষা ও গবেষণায় অবহেলা হবে না

বিএনপি ক্ষমতায় এলে দেশে শিক্ষা ও গবেষণায় কোনো অবহেলা করা হবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। রোববার (২২ জুন) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অর্পণ আলোক সংঘের আয়োজনে ‘শিক্ষা ও শিক্ষাঙ্গন’ শীর্ষক তারুণ্যের রাষ্ট্র সংলাপে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশে উন্নত শিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টি হলেই মেধাপাচার বন্ধ হবে। মেধাহীন করে জাতিকে শাসন করার প্রবণতাই মেধাপাচারের কারণ বলে মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন আরও বলেন, দেশের রাজনৈতিক সংস্কৃতির ইতিবাচক পরিবর্তন করা প্রয়োজন এবং ইতিহাসকে ভিত্তি করে ভবিষ্যতের পথে এগোতে হবে। রাষ্ট্র থেকে শিক্ষার পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিতে হবে। তবে এজন্য শিক্ষক, শিক্ষার্থী ও ছাত্র সংগঠনের সমন্বয়ে শিক্ষাঙ্গনের সহযোগিতা অব্যাহত রাখা দরকার বলে মত প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ড. মওদুদ আলমগীর পাভেল, প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার। অনুষ্ঠানটি পরিচালনা করেন অর্পণ বাংলাদেশের প্রতিষ্ঠাতা বিথীকা বিনতে হোসাইন।