বিগত তিন ‘বিতর্কিত’ জাতীয় সংসদ নির্বাচনের সিইসি ও অন্যান্যদের বিরুদ্ধে মামলা করবে বিএনপি

বিগত তিনটি বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করা সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারসহ অজ্ঞাত পরিচয়ের ১৯ জনের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিয়েছে বিএনপি। পাশাপাশি, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের ভোট পরিচালনাকারী কমিশনারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনে আবেদন জমা দিয়েছে দলটি।
রোববার (২২ জুন) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত এ আবেদন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের কাছে জমা দেওয়া হয়। মামলার আবেদনপত্র নিয়ে বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাহ উদ্দিন খান নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যায়। এ সময় দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
বিএনপির সদস্য সালাহ উদ্দিন খান জানান, বিতর্কিত তিন নির্বাচনকে ঘিরে বারবার অভিযোগ করলেও তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার ও সংশ্লিষ্টরা কোনো পদক্ষেপ নেননি। তারা আশা করছেন, বর্তমান কমিশন বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবে। মামলা শেরেবাংলা নগর থানায় দায়ের করা হবে।
২০১৪ সালের দশম জাতীয় নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ১৫৩টিতে আওয়ামী লীগ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিল। বিএনপি ওই সংসদকে ‘বিনা ভোটের সংসদ’ বলে আখ্যায়িত করে। ২০১৮ সালের একাদশ জাতীয় নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করলেও ব্যাপক কারচুপি ও ভোটর হেরফেরের অভিযোগ উঠে, যা ‘নিশিরাতের নির্বাচন’ নামে পরিচিত।
২০২৪ সালের দ্বাদশ জাতীয় নির্বাচন বিএনপি ও সমমনাদের বর্জনে অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতা করে নিজেদের বিদ্রোহীদের সঙ্গে, যা ‘আমি আর ডামি’ নির্বাচনের নামে স্মরণীয় হয়ে ওঠে।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার সরকার পতিত হয়। এরপর ১৬ জুন জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিগত তিন বিতর্কিত নির্বাচনে সংশ্লিষ্ট সাবেক প্রধান নির্বাচন কমিশনার, কমিশনার এবং নির্বাচন সচিবদের ভূমিকা তদন্তের জন্য একটি কমিটি গঠন করার ঘোষণা করা হয়।
আপনার মতামত লিখুন