ভেড়ামারায় সেনাবাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৬:০৩ অপরাহ্ণ
ভেড়ামারায় সেনাবাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার

কুষ্টিয়ার ভেড়ামারায় সেনাবাহিনী পৃথক দুটি অভিযানে বিদেশি পিস্তল, ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। রোববার (২৩ জুন) উপজেলার ধরমপুর ইউনিয়নের সাতবাড়িয়া ও মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর গ্রামে এই অভিযান চালানো হয়।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে একটি ইতালির তৈরি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ অভিযানটি চালানো হয় গত ১৭ জুন বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘটিত গুলাগুলির ঘটনায় জড়িত মূল আসামি মাসুম রেজা লালনের বাড়িতে। তবে অভিযান শুরুর আগে অভিযুক্তরা পালিয়ে যায়।

অন্যদিকে, গোলাপনগর গ্রামে স্থানীয় ওহিদুল ইসলাম মেম্বারের বাড়িতে অভিযান চালিয়ে একটি কবুতরের ঘর থেকে দুটি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

সেনাবাহিনীর টহল দলটি ক্যাপ্টেন লামইয়ানুল (রওশন আরা রেজিঃ) এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে। এই অভিযানে সেনাবাহিনী ছাড়াও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন।