মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার ভয়ে বন্ধ আকাশসীমা খুলেছে কুয়েত ও বাহরাইন

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের আকাশসীমা বন্ধ থাকার পর কুয়েত ও বাহরাইন মঙ্গলবার (২৪ জুন) তাদের আকাশসীমা পুনরায় খুলে দিয়েছে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কাতারে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার পর সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে আকাশসীমা সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে কাতারের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, আকাশপথে এখন স্বাভাবিক পরিস্থিতি ফিরে এসেছে। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের বিমানবন্দরগুলোও পুরোপুরি কার্যক্রম চালু রয়েছে।
গত ২১ জুন যুক্তরাষ্ট্র ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এর জবাবে ইরান ২২ জুন কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালায়।
উল্লেখ্য, গত ১৩ জুন ইসরায়েল হঠাৎ ইরানের তেহরানসহ বিভিন্ন সামরিক ও পরমাণু স্থাপনায় ‘অপারেশন রাইজিং লায়ন’ অভিযান পরিচালনা করে। এই হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডাররা এবং কয়েকশো বিজ্ঞানীসহ ৫০০ এর বেশি মানুষ নিহত হন।
এরপর ইরান ‘অপারেশন ট্রু প্রমিস-৩’ নামে প্রতিশোধমূলক অভিযান শুরু করে। তেহরান থেকে চালানো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রম করে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। এতে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যদিও হতাহতের সংখ্যা কম।
আপনার মতামত লিখুন