সারজিস আলম: ইতিহাসের বিচার নিরপেক্ষ ও বিষয়ভিত্তিক হওয়া উচিত

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বাংলাদেশের ইতিহাস চর্চায় এখনো ব্যক্তিকেন্দ্রিকতা এবং দলকেন্দ্রিক মানসিকতা প্রবলভাবে বিরাজ করছে। তিনি অভিযোগ করেন, ইতিহাসের ভুল বা সীমাবদ্ধতা তুলে ধরলেই সমালোচকের উপর ‘জামায়াত-শিবির’, ‘রাজাকার’ কিংবা ‘দেশবিরোধী’ মত ট্যাগ আরোপ করা হয়।
শনিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে সারজিস আলম বলেন, ‘১৯৪৭ থেকে ২০০৮ সাল পর্যন্ত বাংলাদেশের ইতিহাসের বিশ্লেষণ করার মতো সুযোগ এক সময় ছিল না, এখন সেই সুযোগ এসেছে। এখন সময় হয়েছে নিরপেক্ষভাবে ইতিহাস বিশ্লেষণ করার।’
তিনি আরো বলেন, ‘কোনো ব্যক্তি বা দলের সমালোচনা করা গেলেও কিছু ব্যক্তি নিয়ে কথা বললে নানা ধরনের ট্যাগ দেওয়ার সংস্কৃতি তৈরি হয়েছে। কেউ কেউ ফেরেশতার মর্যাদা পাচ্ছেন, অথচ ইতিহাসে প্রত্যেকেরই সীমাবদ্ধতা ছিল।’
সারজিস আলম মনে করেন, ইতিহাসের প্রকৃত মূল্যায়নের জন্য প্রয়োজন বিষয়ভিত্তিক গবেষণা এবং নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি। তিনি বলেন, ‘যারা ইতিহাস নিয়ে কাজ করেন, তাদের উচিত ১৯৪৭ থেকে ২০২৪ পর্যন্ত সময়কালকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তুলে ধরা। জনগণই বিচার করবে কোনটা গ্রহণযোগ্য আর কোনটা নয়।’
তিনি আরও বলেন, ‘হোসেন শহীদ সোহরাওয়ার্দী, ভাসানী, শেরেবাংলা, শেখ মুজিব, তাজউদ্দীন আহমেদ, জিয়াউর রহমান এদের সবার অবদান তুলে ধরতে হবে। একইসঙ্গে তাদের সীমাবদ্ধতাগুলোও স্বচ্ছভাবে আলোচনা করতে হবে।’
তার মতে, কাউকে ‘ফেরেশতা’ বানানো বা কাউকে পুরোপুরি ‘অদৃশ্য’ করে দেওয়ার সংস্কৃতি ইতিহাস বিকৃতির নামান্তর। ইতিহাসকে ইতিহাসের মতো থাকতে দিতে হবে।
আপনার মতামত লিখুন