২০২৫-২৬ অর্থবছরের বাজেট আজ পাস: কালোটাকা সাদা করার সুযোগ বাতিল হতে পারে

আজ রোববার (২২ জুন) উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটের চূড়ান্ত অনুমোদন দেয়া হবে। এরপর এটি অধ্যাদেশ আকারে প্রকাশ করা হবে। এবছর কালোটাকা সাদা করার সুযোগ বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া সোনার আংটি কেনা, চোখে কর্নিয়া স্থাপন ইত্যাদি ক্ষেত্রে ৫ শতাংশ কর আর থাকবে না।
বাজেট অনুমোদনের জন্য উপদেষ্টা পরিষদের বৈঠক রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হবে, যেখানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সভাপতিত্ব করবেন। এ সময় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ চলতি ২০২৪-২৫ অর্থবছরের সম্পূরক বাজেট, নির্দিষ্টকরণ অধ্যাদেশ এবং অর্থ অধ্যাদেশ, ২০২৫ সংশোধনের প্রস্তাব উপস্থাপন করবেন।
বৈঠকে অর্থ অধ্যাদেশ, ২০২৫ সংশোধন ছাড়া বাকি বিষয়গুলোর আইনি পরীক্ষামূলক ভেটিং ইতিমধ্যে শেষ হয়েছে, শুধু চূড়ান্ত অনুমোদন বাকি রয়েছে।
গত ২ জুন টেলিভিশনে উপস্থাপিত বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা, যা চলতি অর্থবছরের তুলনায় ৭ হাজার কোটি টাকা কম। এনবিআরকে আদায়ের লক্ষ্য রাখা হয়েছে ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা এবং বাজেট ঘাটতি ধরা হয়েছে জিডিপির ৩.৬ শতাংশ। নতুন বাজেটের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের লক্ষ্য সাড়ে ৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন।
বাজেটের সঙ্গে চলতি অর্থবছরের সম্পূরক বাজেটের অনুমোদনও দেওয়ার কথা রয়েছে।
আপনার মতামত লিখুন