ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে ড্রোন হামলা, যুদ্ধবিরতির পরেও উত্তেজনা অব্যাহত

ইয়েমেন থেকে ইসরায়েলের উদ্দেশে আবারও ড্রোন হামলা চালানো হয়েছে বলে বুধবার মেহের নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম ও আল জাজিরার বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, ইয়েমেনের দিক থেকে ইসরায়েলের দিকে একাধিক ড্রোন নিক্ষেপ করা হয়েছে।
সূত্রের দাবি, ড্রোন হামলার সময় কোনো সতর্কীকরণ সাইরেন বাজানো হয়নি। তবে ইসরায়েলি টেলিভিশন চ্যানেল ১২ জানিয়েছে, হামলাটি প্রতিহত করা হয়েছে। ইয়েমেনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এর আগে ২৩ জুন ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিনের যুদ্ধবিরতির ঘোষণা আসে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে জানান, যুদ্ধবিরতি ১২ ঘণ্টার জন্য শুরু হবে এবং পরে চূড়ান্তভাবে কার্যকর হবে। তিনি উল্লেখ করেন, প্রথমে ইরান যুদ্ধবিরতি শুরু করবে, এরপর ১২ ঘণ্টা পর ইসরায়েল আনুষ্ঠানিকভাবে এতে যোগ দেবে।
ট্রাম্প আরও জানান, উভয় পক্ষ শান্তিপূর্ণ ও সম্মানজনক আচরণ বজায় রাখবে এবং তারা যুদ্ধবিরতি চালু রাখতে সাহস, ধৈর্য ও বিচক্ষণতার জন্য অভিনন্দন পেয়েছে।
তবে যুদ্ধবিরতির মধ্যেও ইয়েমেন থেকে ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনা ইঙ্গিত করছে, উত্তেজনা পুরোপুরি শিথিল হয়নি।
আপনার মতামত লিখুন