ইরানের প্রেসিডেন্ট ঘোষণা করলেন ১২ দিনের ইসরায়েল যুদ্ধের সমাপ্তি

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ৬:৫৯ অপরাহ্ণ
ইরানের প্রেসিডেন্ট ঘোষণা করলেন ১২ দিনের ইসরায়েল যুদ্ধের সমাপ্তি

ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মঙ্গলবার (২৪ জুন) রাতের দিকে সরকারি বার্তা সংস্থা ইরনার বরাতে এই তথ্য জানানো হয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায়।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, “আজ আমাদের মহান জাতির বীরোচিত প্রতিরোধের পর, যাদের দৃঢ় সংকল্প ইতিহাস সৃষ্টি করে; আমরা যুদ্ধবিরতি এবং ইসরায়েলের দুঃসাহস ও উসকানির মাধ্যমে চাপিয়ে দেওয়া ১২ দিনের যুদ্ধের অবসান প্রত্যক্ষ করছি।”

গত ১২ জুন ভোরে ইসরায়েলি বিমান হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর চিফস অফ স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি, ইসলামিক রেভ্যুলিউশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামিসহ একাধিক শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা নিহত হন। এছাড়াও, হামলায় ইরানের ছয়জন শীর্ষস্থানীয় পরমাণু বিজ্ঞানীও প্রাণ হারান।

এই হামলার পর ইরানের পক্ষ থেকে কঠোর প্রতিশোধের হুমকি দেওয়া হয় এবং পাল্টা হামলা চালানো হয় ইসরায়েলের বিরুদ্ধে। এরপর থেকে দুই পক্ষ একে অপরের ওপর হামলা চালিয়ে আসছিল।

মঙ্গলবার এই যুদ্ধবিরতির মাধ্যমে ১২ দিনের সংঘর্ষের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হলো।