ইরানে সাম্প্রতিক মার্কিন হামলা সংক্রান্ত গোপন গোয়েন্দা প্রতিবেদন ফাঁস নিয়ে ট্রাম্পের ক্ষোভ

ইরানে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক হামলার গোপন গোয়েন্দা প্রতিবেদন ফাঁস হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি এই ক্ষোভ ব্যক্ত করেন।
ট্রাম্প লিখেছেন, “ভুয়া খবরে সিএনএন ও ডুবন্ত নিউইয়র্ক টাইমস মিলে ইতিহাসের অন্যতম সফল সামরিক অভিযানের গুরুত্ব কমিয়ে দেখাতে চাচ্ছে। ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে! সাধারণ মানুষ সিএনএন ও টাইমস নিয়ে ক্ষুব্ধ।”
তবে ফাঁস হওয়া গোপন গোয়েন্দা প্রতিবেদনটি বলছে, সাম্প্রতিক হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়নি। নিউইয়র্ক টাইমসের সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্র দুটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে প্রবেশপথ বন্ধ করতে পেরেছে, কিন্তু ভূগর্ভস্থ ভবনগুলো ধ্বংস করা সম্ভব হয়নি। হামলার আগেই ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়ামের বড় অংশ সরিয়ে নিয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা (ডিআইএ) জানিয়েছে, হামলায় ইরানের স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতি প্রত্যাশার চেয়ে কম হয়েছে এবং ইরানের কাছে এখনও পারমাণবিক উপকরণ নিয়ন্ত্রণের ক্ষমতা রয়েছে। এর ফলে ইরান দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম হতে পারে।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনের জন্য কথা বলা কর্মকর্তারা নাম প্রকাশ করতে রাজি হননি কারণ প্রতিবেদনের অনেক অংশ এখনো গোপনীয়তা বজায় রাখে। এর আগে সিএনএনও এই গোপন প্রতিবেদন থেকে তথ্য প্রকাশ করেছিল।
হোয়াইট হাউস ডিআইএ’র এই মূল্যায়নের সঙ্গে দ্বিমত জানিয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট বলেন, “এই মূল্যায়ন সম্পূর্ণ ভুল এবং এর ফাঁসের উদ্দেশ্য স্পষ্ট — প্রেসিডেন্ট ট্রাম্প ও তাদের সাহসী বিমান বাহিনী সদস্যদের অপমান করা।”
তিনি আরও বলেন, “৩০ হাজার পাউন্ড ওজনের ১৪টি বোমা যদি নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে ফেলা হয়, তখন ফলাফল হবে সম্পূর্ণ ধ্বংস।”
এই বিবাদ ও তথ্য ফাঁসের ঘটনায় সামরিক সফলতা ও গোপনীয়তার মধ্যে টানাপোড়েন ফুটে উঠেছে।
আপনার মতামত লিখুন