ইরান-ইসরায়েল যুদ্ধের পর ১২ দিন ধরে অনুপস্থিত আয়াতুল্লাহ খামেনি, উদ্বিগ্ন ইরানি জনগণ

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ৭:০৮ অপরাহ্ণ
ইরান-ইসরায়েল যুদ্ধের পর ১২ দিন ধরে অনুপস্থিত আয়াতুল্লাহ খামেনি, উদ্বিগ্ন ইরানি জনগণ

১২ দিনের ইরান-ইসরায়েল সংঘর্ষের পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দীর্ঘদিনের অনুপস্থিতি দেশজুড়ে উদ্বেগ সৃষ্টি করেছে। যুদ্ধ চলাকালে তাকে নিরাপদ একটি বাংকারে নেওয়া হয়েছিল বলে বিভিন্ন সূত্রে জানা গেছে, কিন্তু এক সপ্তাহ পেরিয়ে গেলেও জনসমক্ষে দেখা যায়নি তাকে।

মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস জানায়, খামেনির এই নীরবতা ও দীর্ঘ অনুপস্থিতি ইরানের সাধারণ মানুষের মধ্যে উৎকণ্ঠা বাড়িয়ে তুলেছে। যদিও দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে, তবু তিনি এখনও কোনো প্রকাশ্য বক্তব্য দেননি বা জনসমক্ষে আসেননি।

বিশ্লেষকরা ধারণা করছেন, জেরুজালেম থেকে তার হত্যার চেষ্টা হওয়ার আশঙ্কায় তিনি আত্মগোপনে রয়েছেন। তবে তার শারীরিক অবস্থা বা দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর তদারকি করছেন কি না, সে বিষয়ে কোনো সরকারি তথ্য পাওয়া যায়নি।

আয়াতুল্লাহ খামেনির আর্কাইভ অফিসের একজন ঊর্ধ্বতন সহকারী মেহদি ফাজায়েলি বলেন, “আমাদের সবাইকে প্রার্থনা করা উচিত। সর্বোচ্চ নেতার নিরাপত্তার দায়িত্বে যারা আছেন, তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছেন। ইনশাআল্লাহ, আমরা সবাই তাদের নেতার পাশে দাঁড়িয়ে বিজয় উদযাপন করব।”

খামেনির দীর্ঘ অনুপস্থিতি এবং নির্দেশনা না আসায় তেহরানে রক্ষণশীল ও মধ্যপন্থি শিবিরের মধ্যে ক্ষমতার ভারসাম্য নিয়ে নতুন প্রতিযোগিতাও শুরু হয়েছে।

উল্লেখ্য, আয়াতুল্লাহ খামেনি তাঁর মৃত্যুর পর দ্রুত ও সুশৃঙ্খলভাবে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করার জন্য তিনজন শীর্ষ ধর্মীয় নেতাকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে মনোনীত করেছেন।