ইরান জাতিসংঘে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিমান হামলার ক্ষতিপূরণ দাবি করবে: সাঈদ খাতিবজাদেহ

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ৭:০৩ অপরাহ্ণ
ইরান জাতিসংঘে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিমান হামলার ক্ষতিপূরণ দাবি করবে: সাঈদ খাতিবজাদেহ

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান হামলার জন্য ক্ষতিপূরণ দিতে হবে। তিনি আল মায়াদিন টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, তেহরান জাতিসংঘে অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছে।

গত ১৩ জুন ইসরায়েল ইরানের বিরুদ্ধে আগ্রাসনমূলক বিমান হামলা চালায়, যার জবাবে ইরান দ্রুত প্রতিশোধ নেয়। ২২ জুন মার্কিন বোমারু বিমান তিনটি ইরানি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, যার জবাবে ইরান কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আল উদেইদে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

২৪ জুন ট্রাম্প ঘোষণা করেন, ইসরায়েল ও ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে ইরান তেল আবিবকে আগ্রাসন বন্ধ করতে বাধ্য করে নিজেদের বিজয় দাবি করে।
সাঈদ খাতিবজাদেহ বলেন, যুদ্ধবিরতি কার্যকর করার উদ্যোগ নেয়া হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। তিনি বলেন, “ইরানি জাতি তাদের প্রতিরোধের মাধ্যমে জায়নিস্ট সরকারের ওপর তাদের ইচ্ছা চাপিয়ে দিয়েছে এবং শত্রুকে একতরফাভাবে আগ্রাসন বন্ধ করতে বাধ্য করেছে।”

তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্র বার্তা দিলেও তেহরান বলেছে যুদ্ধবিরতির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে আগ্রাসন বন্ধ করতে হবে। ইরান জায়নিস্ট সরকারের সঙ্গে কোনও লিখিত চুক্তি করেনি। যা হয়েছে তা হলো আগ্রাসন বন্ধ। ইরান প্রস্তুত সত্ত্বেও হামলা চালাবে না।”

এই অবস্থায় তেহরান এখন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্ষতিপূরণের জন্য জাতিসংঘে অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে।