গাজার খান ইউনিসে হামাসের অভিযান: পাঁচ ইসরায়েলি সেনা নিহত, আহত ১৫

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ৭:০২ অপরাহ্ণ
গাজার খান ইউনিসে হামাসের অভিযান: পাঁচ ইসরায়েলি সেনা নিহত, আহত ১৫

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার খান ইউনিস এলাকায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের অতর্কিত অভিযানে ইসরায়েলের পাঁচ সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৫ সেনা, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

মঙ্গলবার (২৪ জুন) হামাস ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে দুই দফায় হামলা চালায় বলে প্যালেস্টাইন ক্রনিকলসহ বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে। প্রথম দফায় সেখানে থাকা সেনাদের ওপর হামলা চালানো হয়। আহত সেনাদের উদ্ধার করতে আসা অন্য একটি সেনাদলকে লক্ষ্য করে দ্বিতীয় হামলা চালানো হয়। এ সময় ইসরায়েলি সেনাদের সামরিক যানগুলোর মধ্যে একটি সাঁজোয়া যান আগুনে ঝলসে যায়।

আহত সেনাদের হেলিকপ্টারে করে তেলআবিবের তেল হাসোমের হাসপাতালে পাঠানো হয়েছে। আহত সেনাদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে বলে ইসরায়েলি সূত্র জানিয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যমের দাবি, সাম্প্রতিক দিনগুলোতে গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামাসসহ ফিলিস্তিনি গোষ্ঠীর সদস্যদের হামলা বেড়েছে। এ ঘটনার পর থেকে খান ইউনিস এলাকায় ইসরায়েলি পক্ষের তীব্র প্রতিহিংসামূলক অভিযান শুরু হয়েছে।