পাকিস্তানে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর ১০ গুপ্তচর গ্রেপ্তার, বড় সন্ত্রাসী হামলার পরিকল্পনা ব্যর্থ

পাকিস্তানের পাঞ্জাব ও করাচি প্রদেশ থেকে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)-এর হয়ে গুপ্তচরবৃত্তি করা অন্তত ১০ জন এজেন্টকে গ্রেপ্তার করা হয়েছে। পাকিস্তান পুলিশের ‘অপারেশন ইয়ালঘর’ অভিযানে পাঞ্জাব থেকে ৬ এবং করাচি থেকে ৪ জনকে আটক করা হয়।
তদন্তে জানা গেছে, এই এজেন্টরা বড় ধরনের সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিলেন। বিশেষ করে দক্ষিণ পাঞ্জাবের বাহাওয়ালপুর ও বাহাওয়ালনগর এলাকায় মসজিদ এবং রেলস্টেশনে বিস্ফোরণের প্রস্তুতি ছিল তাদের। অভিযানকালে দুই ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার অডিও রেকর্ডিং উদ্ধার করা হয়েছে।
পাঞ্জাব পুলিশের অতিরিক্ত আইজি শাহজাদা সুলতান জানান, মেজর রবীন্দ্র এবং ইন্সপেক্টর সিং নামে দুই ভারতীয় কর্মকর্তা এ সন্ত্রাসী পরিকল্পনায় জড়িত ছিলেন। মেজর রবীন্দ্র পাকিস্তান সীমান্তের কাছে আইইডি সরবরাহ করেছিলেন। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিস্ফোরক, ডেটোনেটর, সেফটি ফিউজ এবং গোপন মানচিত্রও উদ্ধার হয়েছে।
অতিরিক্ত আইজি আরও জানান, সন্ত্রাসীরা ক্রিপ্টোকারেন্সি এবং শাখাবিহীন ব্যাংকিং প্ল্যাটফর্মের মাধ্যমে অর্থ পাচার করছিল। এছাড়া, আফগানিস্তান থেকে তেহরিক-ই-তালিবানসহ সন্ত্রাসী গোষ্ঠীগুলোর জন্য অর্থায়ন চলছে বলে দাবি করা হয়েছে।
করাচিতে গ্রেপ্তারকৃতরা ভারতীয় সেনাবাহিনীর কর্নেল রঞ্জিতের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখত এবং সীমান্তের ওপারে তাদের হ্যান্ডলারদের কাছে সামরিক স্থাপনার সংবেদনশীল ছবি পাঠাচ্ছিল। তারা স্থানীয় সুজাওয়াল জেলার বাসিন্দা এবং একাধিকবার ভারতীয় সীমান্ত অতিক্রম করেছে।
পাকিস্তান পুলিশ এ ঘটনায় আরও গভীর তদন্ত চালাচ্ছে এবং সংশ্লিষ্ট নেটওয়ার্ক ও সহযোগীদের খোঁজ করছে। পাঞ্জাব ও করাচি থেকে গ্রেপ্তার ১০ জনের মধ্যে এখনও কোনও সরাসরি যোগসূত্র পাওয়া যায়নি, তবে সবাই পাকিস্তানি নাগরিক।
আপনার মতামত লিখুন