সরকার ঘোষণা করেছে ১৬ জুলাই ‘শহীদ আবু সাঈদ দিবস’

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ৭:১৪ অপরাহ্ণ
সরকার ঘোষণা করেছে ১৬ জুলাই ‘শহীদ আবু সাঈদ দিবস’

মন্ত্রিপরিষদ বিভাগ ১৬ জুলাইকে ‘শহীদ আবু সাঈদ দিবস’ হিসেবে ঘোষণা করেছে। বুধবার তথ্য অধিদপ্তর থেকে পাঠানো এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।

তথ্য বিবরণীতে বলা হয়েছে, সরকার প্রতিবছর ১৬ জুলাইকে ‘শহীদ আবু সাঈদ দিবস’ হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে এবং জাতীয় ও আন্তর্জাতিক দিবস সম্পর্কিত ‘খ’ শ্রেণিভুক্ত দিবসের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে এ সিদ্ধান্ত যথাযথভাবে পালন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গেটে পুলিশের গুলিতে নিহত হন ওই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ।