সাংবাদিকতায় বাংলাদেশের মতো স্বাধীনতা উন্নত বিশ্বেও নেই: শফিকুল আলম

বাংলাদেশে সাংবাদিকতার স্বাধীনতা উন্নত বিশ্বকেও ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে রাজধানীর তোপখানা রোডের সিরডাপ মিলনায়তনে ‘গণমাধ্যমের স্বাধীনতা: সাংবাদিকদের সুরক্ষা ও অভিযোগ নিষ্পত্তির আইনি কাঠামোর পর্যালোচনা’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
শফিকুল আলম বলেন, “বাংলাদেশের সাংবাদিকদের ফ্রিডম নাই—এটা ভুল কথা। আমি মনে করি, দেশে সাংবাদিকতায় এত বেশি ফ্রিডম রয়েছে, যা উন্নত বিশ্বেও নেই।” তিনি দাবি করেন, গত ১০ মাসে বর্তমান সরকার সাংবাদিক বা সংবাদমাধ্যমের ওপর কোনো চাপ প্রয়োগ করেনি বা বাধা দেয়নি, যা পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের সময়ে ঘটত।
সেমিনারে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার বলেন, “গত ১৫ বছর ধরে গণমাধ্যমে অরাজকতা চলেছে। এর ফলে অবৈধ নির্বাচনগুলো বৈধতা পেয়েছে এবং ফ্যাসিবাদের উত্থানের পথ তৈরি হয়েছে। অনিয়ম চিহ্নিত করার মূল হাতিয়ার হলো গণমাধ্যম—যদি গণমাধ্যম সঠিকভাবে কাজ করত, তাহলে জালিয়াতির নির্বাচনগুলো ঠেকানো যেত।”
জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, “সংবাদমাধ্যমে প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করতে মালিকানা ও ব্যবস্থাপনা পৃথক করতে হবে এবং এগুলো নন-প্রফিট ভিত্তিক হওয়া উচিত। না হলে স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা সম্ভব নয়।”
আপনার মতামত লিখুন