খিলক্ষেতের অস্থায়ী মণ্ডপ সরানো নিয়ে বিভ্রান্তির বিরুদ্ধে রেলপথ মন্ত্রণালয়ের ব্যাখ্যা

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২৭ জুন, ২০২৫, ৪:৫৪ অপরাহ্ণ
খিলক্ষেতের অস্থায়ী মণ্ডপ সরানো নিয়ে বিভ্রান্তির বিরুদ্ধে রেলপথ মন্ত্রণালয়ের ব্যাখ্যা

রাজধানীর খিলক্ষেত এলাকায় রেলের জমিতে স্থাপিত অস্থায়ী মণ্ডপ সরানো নিয়ে বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। শুক্রবার (২৭ জুন) রেল কর্তৃপক্ষের এক বিবৃতিতে তিনি এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দেন।

তিনি জানান, গত বছর দুর্গাপূজার সময় কিছু ব্যক্তি রেলের জমিতে কোনো পূর্বানুমতি ছাড়াই একটি পূজা মণ্ডপ নির্মাণ করেন। পরে পূজা অনুষ্ঠানের অনুমতি দেওয়া হলেও শর্ত ছিল পূজা শেষে মণ্ডপটি সরিয়ে নিতে হবে। আয়োজকরা সেই প্রতিশ্রুতি দিলেও পরবর্তীতে তা মানেননি। বরং পূজার পর তারা সেখানে স্থায়ী মন্দির স্থাপনের চেষ্টা করেন। বারবার নিষেধ করা সত্ত্বেও আয়োজকরা তাদের কার্যক্রম থেকে বিরত থাকেননি।

উপদেষ্টা জানান, জনস্বার্থে এবং রেল সম্পত্তি অবৈধ দখলমুক্ত করতে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করেই বৃহস্পতিবার অস্থায়ী মণ্ডপটি সরিয়ে ফেলা হয়। উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে প্রথমে শতাধিক দোকান, রাজনৈতিক কার্যালয় ও কাঁচাবাজার সরানো হয় এবং সর্বশেষে অস্থায়ী মন্দিরটি সরানো হয়। প্রতিমা যথাযথ ধর্মীয় মর্যাদা রক্ষা করে বালু নদীতে বিসর্জন দেওয়া হয়েছে।

রেল কর্তৃপক্ষ তাদের বিবৃতিতে সকলকে বিভ্রান্তি ছড়ানো ও উসকানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। তারা স্পষ্ট করে বলেছে, সরকারি জমি অবৈধভাবে দখল করে কোনো স্থায়ী স্থাপনা নির্মাণ আইনসিদ্ধ নয় এবং এমন কার্যক্রম রেলওয়ের চলমান উন্নয়ন প্রকল্প ও জনস্বার্থে বড় বাধা হয়ে দাঁড়ায়।