ধামরাই রথযাত্রায় স্বরাষ্ট্র উপদেষ্টার শান্তি ও সংস্কারের বার্তা

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২৭ জুন, ২০২৫, ৫:০১ অপরাহ্ণ
ধামরাই রথযাত্রায় স্বরাষ্ট্র উপদেষ্টার শান্তি ও সংস্কারের বার্তা

ঢাকার ধামরাইয়ে অনুষ্ঠিত রথযাত্রা উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার একটি বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শুক্রবার (২৭ জুন) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দীর্ঘদিন ধরে চলে আসা বৈষম্য ও অনিয়ম দূর করে দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠাই সরকারের প্রধান লক্ষ্য।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “মব সন্ত্রাস কি আগে থেকে কমেনি? পদক্ষেপ না নিলে কমছে কীভাবে? আমরা পদক্ষেপ নিচ্ছি বলেই এটি কমছে। ধীরে ধীরে এর আরও উন্নতি হবে।” তিনি আরও জানান, শান্তি প্রতিষ্ঠায় চলমান সংস্কার কার্যক্রম অব্যাহত রয়েছে এবং এ লক্ষ্যে সবাইকে ধৈর্য ধরতে হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গে তিনি বলেন, দেশে এই খাতে ইতোমধ্যে অনেক উন্নতি হয়েছে। সাধারণ মানুষের সহযোগিতা পেলে এটি আরও সন্তোষজনক পর্যায়ে পৌঁছাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

রথযাত্রা উৎসব প্রসঙ্গে উপদেষ্টা জানান, বাংলা ১০৭৯ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসা ধামরাইয়ের রথযাত্রা নিঃসন্দেহে এ অঞ্চলের একটি গৌরবোজ্জ্বল ঐতিহ্য। এ উপলক্ষে আয়োজিত শিল্পমেলা স্থানীয় গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করতে ভূমিকা রাখবে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, রথযাত্রা হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান হলেও এতে সকল শ্রেণি-পেশা ও ধর্মের মানুষের অংশগ্রহণ আমাদের অসাম্প্রদায়িক মানসিকতা এবং ঐতিহ্যের প্রতিফলন ঘটায়।

উদ্বোধনী অনুষ্ঠানে শ্রী শ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) জীবন কানাই দাসের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক নন্দ গোপাল সেনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ৮১ ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইন্তেখাব হায়দার খান, ঢাকা জেলা পুলিশ সুপার আনিসুর রহমান, ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মো. মামনুন হাসান অনীক, ওসি মো. মনিরুল ইসলামসহ আরও অনেকে। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি, ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদসহ স্থানীয় নানা শ্রেণি-পেশার মানুষ। রথযাত্রা ও মেলাকে ঘিরে ধামরাই শহর পরিণত হয় উৎসবমুখর এক পরিবেশে।