‘নতুন বাংলাদেশ দিবস’ ৮ আগস্ট নয়, ৫ আগস্ট হওয়া উচিত: জাতীয় নাগরিক পার্টির দুই মুখ্য সংগঠকের প্রতিবাদ

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২৭ জুন, ২০২৫, ৪:৪৬ অপরাহ্ণ
‘নতুন বাংলাদেশ দিবস’ ৮ আগস্ট নয়, ৫ আগস্ট হওয়া উচিত: জাতীয় নাগরিক পার্টির দুই মুখ্য সংগঠকের প্রতিবাদ

অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দিন ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণা করার সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম।

বৃহস্পতিবার (২৭ জুন) তারা নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এই বিষয়ে মন্তব্য করেন। হাসনাত আবদুল্লাহ লেখেন, “নতুন বাংলাদেশের জন্ম হয়েছে ৫ আগস্ট, ৮ আগস্ট নয়। ৫ আগস্টের সাধারণ ছাত্র-জনতার অর্জনকে সরকার কুক্ষিগত করার চেষ্টা মেনে নেওয়া হবে না।”

অন্যদিকে সারজিস আলম লিখেছেন, “৮ আগস্টে দ্বিতীয় স্বাধীনতা শুরু হয়নি; বরং দ্বিতীয় স্বাধীনতার অবনতি, বিপ্লব নষ্টের ও স্বাধীনতা বেহাতের কর্মযজ্ঞ শুরু হয়েছে। ৫ আগস্ট হলো ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ এবং ‘দ্বিতীয় স্বাধীনতা দিবস’।”

এর আগে গত ২৫ জুন সরকারের এক তথ্য বিবরণীতে ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করা হয়। প্রতিবছর এই দিনটি ‘খ’ শ্রেণিভুক্ত জাতীয় ও আন্তর্জাতিক দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই দিনটিতে ২০২৩ সালের ৮ আগস্ট অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল, যা গত বছরের ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সরকারের পতনের পরিপ্রেক্ষিত।

জাতীয় নাগরিক পার্টির এই দুই নেতা সরকারের ঘোষণাকে সমালোচনা করে মনে করেন, প্রকৃত পরিবর্তন এবং গণতান্ত্রিক অর্জন ঘটেছে ৫ আগস্ট, যা সঠিকভাবে স্বীকৃতি দেওয়া প্রয়োজন।