নতুন বাংলাদেশ দিবস ৮ নয়, ৫ আগস্ট হওয়া উচিত: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মনে করেন, ‘নতুন বাংলাদেশ দিবস’ ৮ আগস্ট নয়, বরং ৫ আগস্ট পালন করা উচিত। শুক্রবার (২৭ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
এর আগে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এক পরিপত্রের মাধ্যমে ৫ আগস্টকে ‘জুলাই গণ–অভ্যুত্থান দিবস’, ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ এবং ১৬ জুলাইকে ‘শহীদ আবু সাঈদ দিবস’ ঘোষণা করে। তথ্য বিবরণীতে বলা হয়, ৫ আগস্ট দিবসটিকে ‘ক’ শ্রেণিভুক্ত এবং ৮ ও ১৬ আগস্টকে ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে মর্যাদা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে প্রতি বছর যথাযথভাবে এ দিবসগুলো পালনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত বছর জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে দেশজুড়ে ছাত্র-জনতার আন্দোলন শুরু হয়। আন্দোলনের সময় ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ নিহত হন, যাকে এই আন্দোলনের প্রথম শহীদ হিসেবে উল্লেখ করা হচ্ছে।
পরে আন্দোলনের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের মুখে পড়ে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করেন এবং ৮ আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়।
জামায়াত আমির ডা. শফিকুর রহমানের মতে, সরকার পতন এবং ছাত্র-জনতার বিজয়ের দিন হিসেবে ৫ আগস্টই ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণার জন্য সবচেয়ে উপযুক্ত তারিখ।
আপনার মতামত লিখুন