পিরোজপুরে বিয়ের বাস ও ইজিবাইকের সংঘর্ষে এক নিহত, ২৯ আহত

পিরোজপুর সদর উপজেলার ব্রাহ্মণকাঠী এলাকায় বিয়ের বাস ও ব্যাটারি চালিত ইজিবাইকের সংঘর্ষে এক ব্যক্তি নিহত এবং কমপক্ষে ২৯ জন আহত হয়েছেন। শুক্রবার (২৭ জুন) বিকেল ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম আব্দুল হান্নান হাওলাদার (৫৫), যিনি পিরোজপুর সদর উপজেলার মূলগ্রাম এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, একটি বৌভাতের অনুষ্ঠান শেষে মেয়ে পক্ষের স্বজনরা দূর্গাপুর চুঙ্গাপাশায় তাদের বাড়ি ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সাথে বিয়ের বাসের সংঘর্ষ ঘটে। এতে বাসটি উল্টে যায় এবং ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে আসে।
পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার নিজাম উদ্দিন জানান, একজন মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তারা এ পর্যন্ত ২৪ জনকে চিকিৎসা দিয়েছেন এবং ৮ জনকে ভর্তি করা হয়েছে। এছাড়া ৪ জনকে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের উদ্ধার ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে।
আপনার মতামত লিখুন