মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিলেন চীন ও ভারতের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি সই করেছে এবং ভারতের সঙ্গেও একই ধরনের একটি বড় চুক্তি করার পরিকল্পনা রয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) হোয়াইট হাউসে ‘ওয়ান বিগ বিউটিফুল বিল’ অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।
ট্রাম্প বলেন, “আমরা গতকালই চীনের সঙ্গে চুক্তি সই করেছি। আমরা চীনকে উন্মুক্ত করতে শুরু করছি, যা আগে কখনো সম্ভব হয়নি।” যদিও চুক্তির বিস্তারিত তথ্য তিনি প্রকাশ করেননি।
তিনি আরও যোগ করেন, “আমরা ভারতের সঙ্গেও একটি বড় চুক্তি করতে যাচ্ছি, যেখানে ভারতকে আমরা বাজারে উন্মুক্ত করব। আমাদের সামনে বেশ কিছু দুর্দান্ত চুক্তি রয়েছে।”
আনাদোলু এজেন্সি জানিয়েছে, চলতি মাসের শুরুতে লন্ডনে মার্কিন ও চীনা কর্মকর্তারা শুল্ক ইস্যুতে আলোচনা করেছেন। এ বছরের এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র চীন থেকে আমদানি করা পণ্যের ওপর কঠোর শুল্ক আরোপ করলেও মে মাসে দুই দেশ ৯০ দিনের জন্য শাস্তিমূলক শুল্ক প্রত্যাহারে সম্মত হয়।
ট্রাম্প উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই শুল্ক থেকে ৮৮ বিলিয়ন ডলার আয় করেছে এবং এটিকে বড় সফলতা হিসেবে দেখছেন।
‘ওয়ান বিগ বিউটিফুল বিল’ নিয়ে তিনি বলেন, এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ আইন হবে যা সীমান্ত নিরাপত্তা বাড়াবে, অর্থনীতি মজবুত করবে এবং আমেরিকান স্বপ্ন ফিরিয়ে আনবে।
গত মাসে হাউসে ব্যাপক সমর্থনে আইনটি পাস হয়েছে এবং এখন সিনেটে অনুমোদনের জন্য প্রস্তুতি চলছে। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট জানান, ৪ জুলাইয়ের মধ্যে ট্রাম্প এই বিল স্বাক্ষর করবেন বলে আশা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন