কুমিল্লার ধর্ষণ ঘটনায় বিএনপি নির্বাহীর বক্তব্য: অপকর্মের দায় বিএনপির নয়, আওয়ামী লীগের নেতার

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৯ জুন, ২০২৫, ৮:২৭ অপরাহ্ণ
কুমিল্লার ধর্ষণ ঘটনায় বিএনপি নির্বাহীর বক্তব্য: অপকর্মের দায় বিএনপির নয়, আওয়ামী লীগের নেতার

কুমিল্লার মুরাদনগরে প্রবাসীর স্ত্রী ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তি বিএনপির কর্মী নয় বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (২৯ জুন) সকালে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, মুরাদনগরের জঘন্য অপকর্মের সঙ্গে একজন আওয়ামী লীগ নেতা জড়িত থাকলেও দায় চাপানো হচ্ছে বিএনপির ওপর।

রিজভী বলেন, ‘একটা হিন্দু পরিবারে গিয়ে যে অপকর্মটি ঘটিয়েছে, সেটা বলতেও আমার ঘৃণা হয়। শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু তাদের দোসররা বসে নেই, তারা নানা উপায়ে অপকর্ম চালিয়ে যাচ্ছে।’

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনী কঠোর না হওয়ায় এসব ঘটনা ঘটছে। তিনি জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান।

রিজভী অভিযোগ করেন, আওয়ামী লীগ প্রচুর টাকা খরচ করে সরকার ও গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর ইমেজ নষ্ট করার চেষ্টা করছে। তিনি বলেন, ‘তাদের কাছে প্রচুর টাকা রয়েছে, তারা সেটি ব্যবহার করে বিরোধী দলগুলোর বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে। মুরাদনগরের ঘটনাটি সেই প্রচেষ্টারই প্রতিফলন।’