জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটোয়ারীর ৭১ টিভি নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটোয়ারী জুলাই গণঅভ্যুত্থানে ৭১ টিভির সাংবাদিকদের অংশগ্রহণ নিয়ে দেওয়া বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন।
শনিবার রাত ৮টার দিকে ফেসবুকে ‘ক্ষমা প্রার্থনা’ শিরোনামে একটি পোস্টে তিনি এই ক্ষমা প্রার্থনা করেন।
পোস্টে নাসীরুদ্দিন পাটোয়ারী বলেন, ‘৭১ টিভিকে শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য আমি দেশের জনগণের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। এটি অনেক দেশপ্রেমিক মানুষের অনুভূতিতে আঘাত দিয়েছে, যা আমার উদ্দেশ্য ছিল না।’
তিনি আরও বলেন, ‘ফ্যাসিবাদ ও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা মানুষদের পাশে আমি আছি এবং থাকবে। আমি তাদের অনুভূতির প্রতি সম্মান জানাই এবং জনগণের সংগ্রামের প্রতি আমার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।’
এর আগে তিনি বলেন, ‘৭১ টিভির অনেক সিনিয়র সাংবাদিক জুলাইয়ে আমাদের সঙ্গে একীভূত হয়েছিল।’ এই মন্তব্যে প্রশ্ন তোলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব রিফাত রশিদ।
রিফাত ফেসবুকে লিখেছেন, “আপনাদের বলতে আপনি কারা বুঝিয়েছেন? সেই সিনিয়র সাংবাদিকরা কারা? তাদের নাম কী?”
তিনি আরও বলেন, ‘জুলাইজুড়ে একাত্তরের কোনো সিনিয়র সাংবাদিক আমাদের সঙ্গে ছিলেন বলে আমার মনে পড়ে না।’
এছাড়া তিনি প্রশ্ন করেন, ‘একদিকে মিডিয়ার ফ্যাসিবাদ তাড়ানোর কথা বলবেন, অন্যদিকে একাত্তরের সিনিয়র সাংবাদিকদের পাশে থাকার কথা কেন বলছেন? এত ভিন্ন বক্তব্যের কারণ কী?’
এই বিষয়টি নিয়ে রাজনৈতিক ও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা হয়েছে।
আপনার মতামত লিখুন