জাতীয় রাজস্ব বোর্ডের আন্দোলন প্রত্যাহার, সংকট সমাধানে সরকার গঠন করেছে উপদেষ্টা কমিটি

আন্দোলনরত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীরা তাদের চলমান কর্মসূচি প্রত্যাহার করেছেন। রোববার রাতে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা শেষে এক বিবৃতিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি হাসান মাহমুদ তারেক এই ঘোষণা দেন।
তিনি জানান, ২৮ ও ২৯ জুনের কমপ্লিট শাটডাউন কর্মসূচির ফলে আমদানি-রপ্তানিসহ সার্বিক অর্থনীতিতে যে অচলাবস্থা তৈরি হয়েছিল, তা নিরসনে ব্যবসায়ী নেতৃবৃন্দ যে উদ্যোগ নিয়েছেন এবং সরকার যেসব পদক্ষেপ নিয়েছে, সেগুলো ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। অর্থ উপদেষ্টার সঙ্গে ব্যবসায়ীদের আলোচনা থেকে কিছু বিষয়ে ইতিবাচক প্রতিশ্রুতি পাওয়া গেছে। একই সঙ্গে রাজস্ব ব্যবস্থার সংস্কারে সরকার যে পাঁচ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করেছে, সেটিকেও এনবিআর সংস্কার ঐক্য পরিষদ স্বাগত জানিয়েছে।
হাসান মাহমুদ তারেক আশা প্রকাশ করেন, এই কমিটির সঙ্গে সক্রিয়ভাবে কাজ করে টেকসই রাজস্ব সংস্কারে তারা অবদান রাখতে পারবেন। তাই তারা চলমান কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।
এদিকে, জাতীয় রাজস্ব বোর্ডের চলমান সংকট দ্রুত সমাধানের লক্ষ্যে সরকার পাঁচ সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি গঠন করেছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ফাওজুল কবির খানের সভাপতিত্বে এই কমিটি গঠন করা হয়। প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে গৃহায়ন ও গণপূর্ত, শ্রম ও কর্মসংস্থান, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টাদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনস্বার্থ রক্ষায় এনবিআরের আওতাধীন কাস্টমস হাউস, আইসিডি, বন্ড কমিশনারেট ও শুল্ক স্টেশনসমূহের সকল শ্রেণির চাকরিকে ‘অত্যাবশ্যকীয় সেবা’ হিসেবে ঘোষণা করার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
আপনার মতামত লিখুন