বিএনপির সালাহউদ্দিন: সব বিষয়ে ঐকমত্যে বাধ্য করা ঠিক নয়

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৯ জুন, ২০২৫, ৮:৩১ অপরাহ্ণ
বিএনপির সালাহউদ্দিন: সব বিষয়ে ঐকমত্যে বাধ্য করা ঠিক নয়

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি গঠন এবং সংসদের উচ্চকক্ষের সদস্য নির্বাচনের প্রক্রিয়ার প্রস্তাবে বিএনপি ঐকমত্যে পৌঁছায়নি। তিনি বলেন, সব বিষয়ে ঐকমত্যে বাধ্য করা ঠিক হবে না।

রোববার (২৯ জুন) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা শেষে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন জানান, জুলাই সনদ নিয়ে বিএনপিই এ পর্যন্ত সবচেয়ে বেশি আন্তরিকতা দেখিয়েছে। সংবিধানের মূলনীতি, ৭০ অনুচ্ছেদ, রাষ্ট্রপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর সময়সীমা ও সংসদের স্থায়ী কমিটি নিয়ে বিএনপি ঐক্যমতে পৌঁছেছে। তিনি বলেন, কমিশনের সব প্রস্তাবে একমত হতে হলে তো আর আলোচনার দরকার থাকবে না।

তিনি আরও যোগ করেন, ‘যদি কমিশনের সব প্রস্তাবে একমত হতে বাধ্য করা হয়, সেটা ঠিক হবে না। যেসব বিষয়ে ঐকমত্য হবে, সেগুলো নিয়েই জুলাই সনদ হবে।’