শাহজালাল বিমানবন্দরে যুব উপদেষ্টার ব্যাগে পিস্তলের ম্যাগজিন, প্রোটোকল অফিসারের কাছে হস্তান্তর

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৯ জুন, ২০২৫, ৮:৪৮ অপরাহ্ণ
শাহজালাল বিমানবন্দরে যুব উপদেষ্টার ব্যাগে পিস্তলের ম্যাগজিন, প্রোটোকল অফিসারের কাছে হস্তান্তর

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে পিস্তলের ম্যাগজিন পাওয়া গেছে। রোববার সকালে প্রি-বোর্ডিং স্ক্রিনিংয়ের সময় নিরাপত্তা বাহিনী ব্যাগটি স্ক্যান করার সময় ম্যাগজিনটি শনাক্ত করে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, আসিফ মাহমুদ তার্কিশ এয়ারলাইন্সের TK-713 নম্বর ফ্লাইটে ঢাকা থেকে তুরস্ক হয়ে মরক্কো যাচ্ছিলেন। তিনি মারাক্কেশে অনুষ্ঠেয় ‘ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২৫’ আয়োজনে অংশ নিতে যাচ্ছিলেন।

বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, বোর্ডিংয়ের আগে স্ক্রিনিংয়ের সময় তার সঙ্গে থাকা একটি পাউচের ভিতরে ম্যাগজিনটি পাওয়া যায়। এসময় উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, এটি ভুলবশত ব্যাগে থেকে গেছে এবং তিনি এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। এরপর তিনি ম্যাগজিনটি প্রোটোকল অফিসারের কাছে জমা দেন এবং নির্ধারিত ফ্লাইটে যাত্রা করেন।

উল্লেখ্য, আন্তর্জাতিক সিভিল এভিয়েশন সংস্থা (আইকাও), বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক), হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা (আইএটিএ)–সব ক’টি প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী কেবিন ব্যাগেজে ম্যাগজিন বা গুলি বহন সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তবে নির্ধারিত নিয়ম মেনে, লকড প্যাকেজে ও পূর্বঘোষণা দিয়ে চেক-ইন লাগেজে ম্যাগজিন বহনের অনুমতি রয়েছে।