আগামী সপ্তাহেই গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা: আশাবাদী ট্রাম্প

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫, ১১:২৭ পূর্বাহ্ণ
আগামী সপ্তাহেই গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা: আশাবাদী ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় চলমান সংঘাতের অবসান নিয়ে নতুন করে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি জানিয়েছেন, আগামী সপ্তাহের মধ্যেই গাজায় যুদ্ধবিরতি কার্যকর হতে পারে। শুক্রবার (২৭ জুন) হোয়াইট হাউজে কঙ্গো–রুয়ান্ডা চুক্তি উদ্যাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ইসরায়েল ও হামাসের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতির বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, “আমরা মনে করি, আগামী সপ্তাহের মধ্যে আমরা একটি যুদ্ধবিরতিতে পৌঁছাতে যাচ্ছি। আমার ধারণা, খুব শিগগিরই যুদ্ধবিরতি হবে। এই বিষয়ে সংশ্লিষ্ট কয়েকজনের সঙ্গে আমার কথা হয়েছে।” তবে তিনি কার সঙ্গে কথা বলেছেন, তা উল্লেখ করেননি।

এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস জানিয়েছে, তারা যুদ্ধ থামিয়ে দেওয়ার যে কোনো চুক্তির আওতায় বাকি জিম্মিদের মুক্তি দিতে প্রস্তুত। তবে ইসরায়েল যুদ্ধবিরতির আগে কঠোর শর্ত দিয়েছে— তারা বলছে, যুদ্ধ থামবে কেবল তখনই, যখন হামাস নিরস্ত্র ও বিলুপ্ত হবে। কিন্তু হামাসের পক্ষ থেকে অস্ত্র সমর্পণের কোনো ইঙ্গিত এখনো পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরায়েল অভিমুখে চালানো আকস্মিক হামলার পর থেকেই দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়। ওই হামলায় ইসরায়েলের অভ্যন্তরে প্রায় ১,২০০ জন নিহত হন এবং হামাসের হাতে আড়াইশ জনেরও বেশি মানুষ জিম্মি হন।

এরপর থেকে ইসরায়েলি সেনাবাহিনী গাজায় টানা সামরিক অভিযান চালিয়ে আসছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৫৬,০০০ এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ট্রাম্পের যুদ্ধবিরতি-সংক্রান্ত এই বক্তব্য এমন সময় এলো, যখন আন্তর্জাতিক মহল একাধিকবার যুদ্ধ বন্ধে উদ্যোগ নিলেও বাস্তবসম্মত কোনো সমাধান এখনো পাওয়া যায়নি। তবে ট্রাম্পের আশাবাদ যদি বাস্তব হয়, তাহলে এই রক্তক্ষয়ী সংঘাতের অবসানের একটি নতুন সুযোগ সৃষ্টি হতে পারে।