আরেক সেশন পেলে কি জিততে পারত বাংলাদেশ?

গল টেস্টের শেষ মুহূর্তে বাংলাদেশের জন্য যে প্রশ্ন জেগেছে, তা হলো—আরেকটি সেশন পেলে কি বাংলাদেশ দল জয় নিশ্চিত করতে পারত? দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা ব্যাট করতে নেমে ৩২ ওভার খেলেই ৪ উইকেট হারিয়ে ৭২ রান তুলতে সক্ষম হয়, তখনই নির্ধারিত সময় শেষ হয়ে যায়। ফলে ম্যাচটি ড্র হয়।
টস জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশ জোড়া সেঞ্চুরিতে ভর করে ৪৯৫ রান সংগ্রহ করেছিল। জবাবে শ্রীলঙ্কা ৪৮৫ রান করে, যা বাংলাদেশের তুলনায় মাত্র ১০ রানের কম। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে ২৮৫ রান করা বাংলাদেশ ইনিংস ঘোষণা করে, ফলে শ্রীলঙ্কাকে ২৯৫ রানের লক্ষ্যমাত্রা দেওয়া হয়। শ্রীলঙ্কা ৭২ রান করেই সময়ের শেষ হওয়ায় ইনিংস ও ম্যাচ ড্র ঘোষণা করা হয়।
বাংলাদেশের পক্ষে নাইম হাসান প্রথম ইনিংসে ৫ উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে তবে তাইজুল ইসলাম ছিলেন প্রধান বোলার, তিন উইকেট শিকার করে দলের কাজে বড় অবদান রাখেন। শ্রীলঙ্কার হয়ে পাথুম নিশাঙ্কা দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ২৪ রান করেন এবং দুই ইনিংসে সেঞ্চুরি করে ম্যাচসেরার পুরস্কার পান নাজমুল হোসেন শান্ত।
সব মিলিয়ে, আরেকটি সেশন থাকলে বাংলাদেশ হয়তো ম্যাচের নিয়ন্ত্রণ আরও ভালোভাবে নিতে পারত এবং জয় নিশ্চিত করার সম্ভাবনা ছিল। তবে ক্রিকেটে সময়ের সীমাবদ্ধতা মাঝে মাঝে এমন নাটকীয়তা সৃষ্টি করে যা শেষ পর্যন্ত ম্যাচের ফলাফলকে প্রভাবিত করে।
আপনার মতামত লিখুন