ইরানের কাছে রয়েছে পারমাণবিক বোমার জন্য পর্যাপ্ত ইউরেনিয়াম, তবে এখনও বোমা তৈরি হয়নি: আইএইএ প্রধান

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ণ
ইরানের কাছে রয়েছে পারমাণবিক বোমার জন্য পর্যাপ্ত ইউরেনিয়াম, তবে এখনও বোমা তৈরি হয়নি: আইএইএ প্রধান

আন্তর্জাতিক পরমাণুশক্তি সংস্থা (আইএইএ)-র মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন, ইরানের কাছে বর্তমানে প্রায় ১২টি পারমাণবিক বোমা তৈরির জন্য পর্যাপ্ত পরিমাণে সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। তবে দেশটি এখনো কোনো পারমাণবিক বোমা তৈরি করেনি।

বৃহস্পতিবার ফ্রান্সের ইন্টার রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রোসি জানান, সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো কিছু ক্ষতিগ্রস্ত হলেও সেগুলো এখনও কার্যকর অবস্থায় রয়েছে। তিনি বলেন, “ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়ে গেছে—এমন দাবি সঠিক নয়।”

গ্রোসি নিশ্চিত করেছেন, ফোরদো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে থাকা সেন্ট্রিফিউজগুলো অকেজো হয়েছে, তবে অন্যান্য পারমাণবিক স্থাপনাগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে ইচ্ছুক হননি।

তিনি আরও জানান, ইরানের সঙ্গে আইএইএ-এর সম্পর্ক এখন বেশ টানাপোড়েনপূর্ণ। ইরান তাদের ওপর আইএইএ-এর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে এবং দুপক্ষের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে।

গত ২৫ জুন ইরানের পার্লামেন্ট একটি বিল পাস করেছে, যা আন্তর্জাতিক পরমাণু সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিত করার পথ প্রশস্ত করবে। এই বিলটি গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদনের অপেক্ষায় রয়েছে এবং এর মাধ্যমে আইএইএর পরিদর্শনের জন্য সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের অনুমোদন বাধ্যতামূলক করা হবে।

২০১৫ সালের পারমাণবিক চুক্তি অনুযায়ী ইরান কেবল ৩.৬৭ শতাংশ মাত্র ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারত। কিন্তু বর্তমানে তারা ৬০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যা অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় ৯০ শতাংশের অনেক কাছাকাছি। এর আগে আইএইএ জানিয়েছিল, ইরান চুক্তির শর্তগুলো মানছে না।